ভেজালমুক্ত খাদ্য পাওয়ার অধিকার সংরক্ষণ করার দাবি জানিয়েছে অ্যাডভোকেটিং ফুড সেফটি ইন বাংলাদেশ। তারা বলেছে, খাদ্যে ভেজাল রোধে খাদ্য সুরক্ষা আইন আরও কঠোর করতে হবে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এই দাবি জানান। বক্তারা বলেন, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পাওয়ার অধিকার সব নাগরিকের রয়েছে। তাই খাদ্যে ভেজাল মেশানো প্রতিরোধ করে মানুষের অধিকার রক্ষা করতে হবে। তারা বলেন, বাংলাদেশে বর্তমানে আশঙ্কাজনকভাবে খাদ্যে ভেজাল মেশানো হচ্ছে। এই প্রবণতা কমানোর জন্য...

